(তাল-টিমে তেওট)
ধন্য কলিকাল ছুটল হরির প্রেম বন্যে।
যত মান্যমান অপ্রমাণ ছিল মান।
সবে ভেসে যায় সে যে ব্রজকুল কন্যে।।
কুল পাব বলে ত্যজে জাতিকুল, পড়ে অকুলে,
হয়ে প্রাণাকুল হয়ে, গুরুচাঁদ অনুকুল সকলে,
দিচ্ছে কুল অকুল পারের কাণ্ডারী, ব্যাকুল জীবের জন্যে।।