ধন্য ভাব গোপীর ভাব
ধন্য ভাব গোপীর ভাব, আহা মরি মরি।
যাতে বাঁধা ব্রজের শ্রহরি।।
ছিলো কৃষ্ণের প্রতিজ্ঞা এমন
তাঁরে যে করে ভজন
তাইতে হয় তারি;
সে প্রতিজ্ঞার না রহিল আর
করলো গোপীর ভাবে মনচুরি।।
ধর্মাধর্ম নাই সে বিচার
কৃষ্ণসুখের সুখ গোপীকার
হয় নিহারী;
তাইতে দয়াময় গোপীর সদাই
মনের ভ্রমে তা জানতে নারি।।
গোপীকার সামান্য বুঝে
হরিকে না পেলো ভজে
শ্রীনারায়ণী;
লালন কয় এমন আছে কতোজন
বরতে হয় দিন আখেরি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….