ধরগো ধর সখি
ধরগো ধর সখি
আজ আমার কী হলো,
আমার প্রাণ যেন
কেমন করে উঠল।।
আমি কেন আসিলাম যমুনার ঘাটে
ঐ কালারূপ দেখলাম গো তটে,
আমার কাঁখের কলসী কাঁখে রইলো
দু নয়নের জলে কলসি ভরে গেলো।।
ও কালার উরু বাঁকা ভুরু বাঁকা
ময়ূরপঙ্খী নাও উড়ায় প্রাণসখা,
তাতে আছে আমার নাম লেখা
আমি কেন পাই না দেখা সখিরে বলো।।
আমায় দংশিল গৌরাঙ্গ ফণি
বিষ নামে না ও সজনী,
দেহ বিষে জর্জর প্রাণ কাঁপে থরথর
লালন বলে বিষে অঙ্গ হলো কালো।।
……………………………………………..
এই পদটি বেশ কিছু গ্রন্থে ফকির লালনের বলে উল্লেখ থাকলেও অনেকেই এর সাথে দ্বিমত পোষন করেন এটি লালন সাঁইজির রচিত কিনা।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….