ধরতে গেলে কই চলে যাও কেউ তারে খুঁজিয়া পায় না
আপনা হইতে ভালোবাস খেলা কিছুই বোঝা যায় না।।
মুখ দেখিয়া দূঃখ বুঝিয়া, নয়নের জল মুছাইয়া
রোগে শোকে হাত বুলাইয়া-সদাই করে দেও সান্তনা।।
কী খাব আর কেমন রব, সর্বদাই ভাবনা তব
কিসে আমা সুখী হব-করতেছ সেই ভাব যোজনা।।
মাতা হয়ে কর পালন, পিতা হয়ে কর পোষণ
বন্ধু হয়ে প্রেমালিঙ্গন-জীবনে আর ছেড়ে যাও না।।
কর ভার্যা হয়ে প্রেমাচরণ,পুত্র হয়ে অন্তোষ্টি করণ
তুমিময় এ বিশ্ব ভুবন-চিন্তে তোমায় পারলাম না।।
জালাল তোরে চাহে একার, ঘুচায়ে সব মায়ার আধাঁর
চরনে লুটায়ে তোমায়-জুড়াইয়া নেও যাতনা।।