ধরবি যদি অধর মানুষ মন কে রাজি কর
আগে তোর দিলকে রাজি কর।
তোর অন্তর বাহির সুন্দর হলে রে
পাবি পরম সুন্দরের খবর।।
প্রেম ভক্তি সরল বিশ্বাসে
তারে স্মরিয়ো প্রতি নিশ্বাসে;
জপ গুরু মন্ত্র শ্বাসপ্রশ্বাসে রে অজপাতে বেঁধে ঘর।।
জয হলে ছয় রিপুর যুদ্ধে
তখন মন থাকে বিষয়ের উর্দ্ধেরে;
তোর ইন্দ্রিয়গণ তোর বিরুদ্ধে রে ঘটাবে না মতান্তর।।
হবি ঊধ্বরেতা দেবতুল্য
তখন বুঝবি এই জীবনের মূল্য;
তোর লাভ হবে মুক্তি কৈবল্য রে সে যে জনমও মরণের পর।।
পাগল বিজয় বলে, হৃদি যন্ত্রে
সংযোগ রেখ যোগতন্ত্রে;
তারে পাওয়া যায় না তন্ত্রেমন্ত্রে শুদ্ধমন দিয়ে মনমানুষ ধর।।
1 Comment