ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী
চরণ চলে না গৃহে অবশ্য হইলাম নাকি।।
প্ৰাণটি রইল তার কাছে গো শুধু দেওয়া মাত্র বাকি।
এগো মণিহারা ফণির মতো কেমনে গৃহে থাকি।।
জ্বালায় জ্বলিত অঙ্গ গো এগো প্ৰাণসখী।
ওরে এমন বিচ্ছেদের আগুনে আর কত দিন থাকি।।
ভাবিয়া রাধারমণ বলে গো শুন গো প্ৰাণসখী
এগো হৃদপিঞ্জিরায় পোষা পাখি উড়িয়া গেল নাকি।