ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
সেকি সামান্য চোরা
ধরবি কোণা কানচিতে।।
পাতালে চোরের বহর
দেখায় আসমানের উপর,
তিন তারের হচ্ছে খবর
শুভা শুভ যোগ মতে।।
কোথা ঘর কেবা সেনা
কে করে ঠিকঠিকানা,
হাওয়ায় তার লেনাদেনা
হাওয়ায় মুলাধার তাতে।।
চোর ধরে রাখবি যদি
হৃদ গারদ করগে খাঁটি,
লালন কয় খুঁটিনাটি
থাকতে কি চোর দেয় ছুঁতে।।