ধর্ম লয়ে মাতামাতি করে অনেক জন
কতো হাতাহাতি করিয়ে যায় রাতারাতি বিসর্জন।।
যে শক্তিতে বিশ্ব ধরা বয়
জানিস তারে ধর্ম বলে কয়
ধৃ-ধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ হয়;
করে অন্তর বাহির সমন্বয়
স্থির চিত্তে করো সাধন।।
কেহ হিন্দু কেহ মুসলমান
কেহ বৌদ্ধ ইহুদী খ্রস্টান
সৃষ্টির পানে দুষ্টি দিয়ে স্রষ্টার প্রতি টানে;
ইহার মূলে নাই কিছু ব্যবধান
খুলে দেখ জ্ঞাননয়ন।।
স্বার্থসিদ্ধি করিতে কায়েম
প্রভুত্ব রাখিতে মোতায়েম
কাজেতে শয়তানের চেলা সাজেতে আলেম;
সে যে জালিয়াত দূরন্ত জালেম
মানে না শাস্ত্রের বচন।।
ভোজনের নিমন্ত্রণ তোমার নাই
কলার পাতা পেতে বসলে ভাই
যে দেবে তার বরাদ্ধ আছে মনে যেন তাই;
যেমন কাজে শূন্য সাজের গোসাই
অন্ধের নাম পদ্মলোচন।।
পাগল বিজয় বলে, ধর্মের এই চিহ্ন
মতে পথে দেখায় বিভিন্ন
এক গন্তব্যে যাবে সব পথ হয়ে উত্তীর্ণ;
যতো বিকারগ্রস্ত জরা-জীর্ণ
পথের পর তাদের মরণ।।