(তাল-ঝুমুরী : চলতি)
সখী! ধর ধর ধরগো আমায়।
আমার কেহ নাই কেহ নাই।
কালা এত নিদয় হ’ল কেন
হল কালার জ্বালায় শরীর কালা।
আমি না দেখিয়ে ছিলাম ভাল
সখী! দেখে জীবন জ্বলে গেল
আমার আর সহে না সহে না
কালার বিরহ যাতনা।
ঐ যে কালা চলে গেল
আমার জীবন লইয়া গেল।
আমি জ্বলিয়ে ম’লেম যে
আমি পুড়িয়ে ম’লেম যে
পরাণ বিরহে কি রহে
তোরা বল গো হরে কৃষ্ণ হরে
শুনি কৃষ্ণ নাম কর্ণকুহরে।
(তাল-রাণেট)
ওহে হরি হে
যেমন আপনার নামটি আপনি লয়ে কেঁদে বেড়াও আকুল হয়ে হে
তেম্নি রাধা প্রেম দিয়া মোরে, কাঁদাও দেশ দেশান্তরে হে।
দেহ হরি প্রেম হরিবরে, পথের ভিক্ষারী করে হে।
……………………………………………………..
হরিবর সরকার