(তাল – গড়খেমটা)
বাম করে ধর ভাবের গোবর্দ্ধন।
আমার অজ্ঞান ইন্দ্রের ঝড়ি বৃষ্টি ঘুচাও হে মধুসূদন।।
জীবাত্মা ব্রহ্মার ভ্রান্তি দূর কর হে কাঙ্গালের ঠাকুর,
আমার মুক্তিরূপ জমাল বৃক্ষ করহে সংচুর;
আমার হৃদ কদম্ব তরুমূলে গো, প্রেম রাধার সঙ্গে হও যুগল মিলন।।
মাৎসর্য্যরূপ কংশ যে অসুর, ক্রোধরূপ তৃণাবর্ত্তাসুর,
আমার লোভ মোহ, অঘা বকা নাশ কর ঠাকুর,
আমার কাম কালীয় কর দমন গো, হিংসা রূপ পুতনা কর নিধন।।
জ্ঞান মিশ্রানন্দালয়ে যাও, আনন্দে নন্দের বাঁধা বও,
আমার মতি যশোমতীর কোলে গোপাল বেশে রও,
তুমি বাৎসল্য রস নবনী খাও গো, সঙ্গেতে লয়ে সখ্য রাখালগণ।।
আত্মারাম রূপ বলায়ের সনে যাও মোদের সাধন তাল বনে,
আমার মদান্ধকার বৃষাসুরকে বধ কর প্রাণে,
নববিধ ভক্তি ধেনুগণে গো, আনন্দে চরাও হৃদি বৃন্দাবন।।
হরিচাঁদ রূপে অবতার করিলে কলির জীব নিস্তার,
মহানন্দ রূপে গুরু নিলে দেহের ভার,
গোঁসাই তারকচাঁদের বাঞ্ছা এবার গো অশ্বিনী পায় যেন যুগল চরণ।।