চারি ধাম
মথুরা, দ্বারকা, পুরী ও রামেশ্বর সেতুবন্ধ। এই চারি ধাম দর্শন ও পরিক্রমা শ্রীবৈষ্ণবগণের কর্ত্তব্য।
একমাত্র কর্ত্তব্য
স্মর্ত্তব্য: সততং বিষ্ণুবিস্মর্তব্যোন জাতুচিৎ।
সর্ব্বোবিধি নিষেধ: স্যাদে তয়োরের কিঙ্কর।।
(তথাহি পদ্মপুরাণে)
কর সর্ব্বক্ষণ শ্রীবিষ্ণু স্মরণ।
ক্ষণমাত্র তারে ভুলো না কখন।।
এ বিধি নিষেধ সকলের রাজা।
বিধি ও নিষেধ আর সব প্রজা।।
[বৃহদ্ভক্তিতত্ত্বসার]
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস