ধড়ে কোথায় মক্কা মদিনে
চেয়ে দেখ নয়নে,
ধড়ের খবর না জানিলে
ঘোর যাবেনা কোনোদিনে।।
ওয়াহাদানিয়াতের রাহা
ভুল যদি মন কর তাহা,
হুজুরে যেতে পথ পাবে না
ঘুরবি কত ভুবনে।।
উপরওয়ালা সদর বারী
আলীপুরে তার কাচারী,
সদাই করে হুকুম জারি
মক্কায় বসে নির্জনে।।
চারি রাহায় চারি মকবুল
ওয়াহাদানিয়াতে রাছুল,
সিরাজ সাঁই কয় না জেনে উল
লালনের তুই ঘুরিস কেনে।।