নইদের চান দয়াল গৌর, হে তোমায় পাবার আর কতদিন বাকি।।
একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি।।
যখন ছিলাম মারি উদরে কতই না বলছিলায় তোমারে
ভাবে আইসে হবে দেখাদেখি।
আমারে পাঠাইয়া ভাবে তুনি কোথায় ছিলায় লুকি।।
জন্ম নিয়ে ভূমণ্ডলে মুনিষ্য উত্তম কুলে
গৌর বলে মন কাঁদে না মনপাখি
তুমি থাকো তোমার ভাবে আমার ভাবে আমি থাকি।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
তোমায় ভুলে আর কতকাল থাকি
আমার মনে এই বাসনা যুগল চরণ সেবায় থাকি।।