নজর একদিক দিলে
আর একদিকে অন্ধকার হয়,
নূর নীর দুটি নিহার কোনটারে
ঠিক রাখা যায়।।
নবী আইন করলেন
জগতজোড়া সেজদা হারাম খোদা,
ছাড়া। সামনে মুর্শিদ বরজোখ খাড়া
সেজদার সময় থুই কোথায়।।
সকল রাবেতা বলে
বরজোখ লিখলো দলিলে,
তুমি কারে থুয়ে কারে নিলে
একমনে দুই কই দাঁড়ায়।।
যদি বেলায়েতের হতো
বিচার ঘুঁচে যেতো মনের আঁধার,
লালন ফকির এশারও
ধার দোধারাতে খাবি খায়।।