পারে যাবি কিরে নদীর কূলে যাওয়া ভার।
নদীর নামটি গঙ্গা-সাগর, দেখলে হয় তরঙ্গ অপার।।
সেই নদীতে গেলে পরে, ডুব দিলে মানুষ মরে
কত সাধু-মহাজন পারে যেতে, ডুব খাবিখায় নদীর ধার।।
লাল লোহা দেখলে পরে, নীল লোহা খসে পরে।
নীলায়ের পার হওয়া সেই বড় কঠিন ব্যাপার।।
সামান্যে কি যেতে পারে সেই নদীর তটে
বিনে হাওয়াতে মওজা নিশিতে উঠে।।
তরঙ্গে তরঙ্গ এসে নব রঙ্গেতে বস্
ফকির চাঁদ পায় না নদীর ঢেঊ গুনে তার।।