নবীজির আইন মাফিক, ধরবি তরিক শরিয়ত আর মারফতে
ছালেকী মজ্জবী হয়, দুই রাহা তায়, জাহেরা আর পুশিদাতে।।
পরাতে পঞ্চবেনা হজ কালেমা রোজা নামাজ আর জাকাতে
বেহেস্ত তলব করয় আহাম্মুক কয় নবীজীর হাদিছেতে।।
মারেফাতে দাখেল যারা কামেল তারা, এরফানের ভেদ বেলায়েতে
তলবেল মওলা সে হয়, বরজখ ধিয়ায় মজ্জবী তরিকতে।।
ছাদেকী এসকী সে হয়, দের হুজুরায়, মিলে মাশুকের সাথে
এশক বাজী কারখানা, হয় দেওয়ানা, মিলে মাশুকের সাথে
নবীজির আইন ছাবেদ, দুই রাহা ভেদ
নবুয়ত আর বেলায়েতে, লালন সাঁই কয় সে বেনা
হয় দিন কানা, দুদ্দু ডোবে শরীয়তে।।