নবীর আইন বোঝার সাধ্য নাই
নবীর আইন বোঝার সাধ্য নাই।
যার যেমন বুদ্ধিতে আসে বলে তাই।।
বেহেস্তের লায়েক আহাম্মখ সবে
তাই শুনি হাদিছ কেতাবে,
এমত কথায় হিসেবে
বেহেস্তের গৌরব কিসে জানতে পাই।।
সকলে বলে আহাম্মখ বোকা
আহাম্মখ পায় বেহেস্তে জায়গা,
এত বড় পূর্ণ ধোকা কে ঘুচাবে ধোকা
কোথা যাই।।
রোজা নামাজ বেহেস্তের ভজন
তাই করে কি পাবে সে ধন,
বিনয় করে বলছে লালন
থাকতে পারে ভেদ, মুরশিদের ঠাঁই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….