নবী চিনা হল ভার
নবী চিনা হল ভার
নবী না চিনিলে ভবে কেমনে হইবে পার
জেন্দা থেকে না পাইলে মরেতে পাবানা আর।।
খবর শুনি আরবেতে নবী হলেন এন্তেকাল
হায়াতেল মোরছালিন বলে কেনে লিখেন পারওয়ার।।
দেখে শুনে অনুমানে দেলে ধাঁধাঁ হয় আমার
মনে বলে নবী মা’লে দুনিয়া রইত না আর।।
আছে সত্য নবী বর্ত চিনে কর রূপ নেহার
হিরুচাদের চরণ ভুলে পাঞ্জু হল ছারেখার।।