নবী চিনে পড়ো নামাজ যাহাতে নামাজ হয়।
অনুমানে সাধতে হবে, আল্লাহ্ চোখে-দেখা কারো নয়।।
ফুলেতে ‘বাস’ বাসতে ফুল, জেনে শুনে নিতে হয় আপনার মূল।
তা না হলে পাবি না সে ফুল, দিন তো বয়ে যায়।।
রোজা কারো নামাজ পড়, এখন নূর নবীজীর তরিক কধর,
যথা তথা কেন ঘোরে, সাধন বিনে কিছু সিদ্ধ হবে নয়।।
মুর্শিদ হয় জ্ঞানের দাতা, জ্ঞান বিনে ভজন বৃথা
নামাজ পড়লে পথ হবে সোজা, ফকির চাঁদ বলছে তায়।।