নবী চেনা হয় কামনা, আগে মুরশিদ ধর
আওল আখের জাহের বাতেন, তবে সে ভেদ জানতে পার।।
আল্লার নূরে যে নবী হয়, ছারে জাহান তার নূরে কয়
হায়াতাল মুরছালিন নাম, জেন্দা চার যুগের পর।।
নবী অংঙ্গ অংশ কলারূপে, তিন রূপ ধরে এক রূপেতে
অংশরূপ রয় সব ঘটেতে, বাতনে নূর কয় যার।।
কলারূপে মদিনাতে, জাহের হলেন তরিক দিতে
জাহেরা আর পুশিদাতে, ছিনা ছফিনা ভেদ তাহার।।
নবী মুরশিদ ভজন আইন দিয়ে, খাকের দেহ খাকে থুয়ে
নূরেতে নূল যায় মিশিয়ে, দুদ্দু কয় আকারে সা-কার তার।।