নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়
নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়।
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
যে নবী পারের কাণ্ডারী
জিন্দা সে চারযুগের উপর,
হায়াতুল মুরসালিন নাম তার
সেই জন্য কয়।।
কোন নবী হইলো ওফাত,
কোন নবী বান্দার হায়াত,
লেহাজ করে জানলে নেহাত
যাবে সংশয়।।
যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধর,
লালন বল, পারের কারো
সাধ যদি হয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….