নবী মুরিদ হয় যথায়
জাহেরা নাইক সে ভেদ পুশিদায়।।
নূরের ছাদলাতলে, ছাদলাতল মন্তাহা বলে
নীরের পিয়ালা দিলেন নবীকে খোদায়।।
ফকিরি ছুরাত নিজরূপ, নবীকে দেখায় স্বরূপ
স্বরূপে রূপ রূপে স্বরূপ, চক্ষুদানী হয়।।
কালামে আহাদ যারে কয়, সেই কালাম নবীকে পড়ায়
আহাদে আহম্মদ হয়, সে ভেদ জানায়।।
কোন বস্তু কোন পিয়ালা হয়, সেই উপাসনা জানায় খোদায়
দুদ্দু কয় নবী সেধে তার দাতা হয়।।