নবী মেরাজ হতে এলেন ঘুরে
কই নিকাশের ভেদ কাহার তরে।।
শুনে আলী কহেছে তখন
দেখে এলেন আললাহ কেমন,
নবী কন ঠিক তোমার মতন
কর মালুম আমি বল যারে।।
আবুবকর সিদ্দিক বলে
আললাহ কেমন দেখে এলেন,
ঠিক রুপ কি তা দিবেন বলে
নবী বলে তুমি দেখ তোমারে।।
তারপর কহিছে ওমরকেমন
আললাহর আকার-প্রকার,
নবী কন ঠিক তোমারআনাল
হক কোরান ফুকারে।।
পরে জিজ্ঞাসে ওসমানগণি
আললাহ কেমন বল শুনি,
নবী কন ঠিক আললাহ তুমি
যেমন ঠিক পরোয়ারে।।
নবীজী মেরাজে গিয়ে
যে ভেদ তিনি এলেন পেয়ে,
চার জনা চার গোলে পল
লালন পলো বিষম ফেরে।।