নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জেরও দ্বারে,
জয় রাধাশ্রী রাধা বলে ডাকিছে উচ্চস্বরে।।
যোগীর গায়ে ভষ্ম মাখা, তার জোরা ভুরু নয়ন বাঁকা
রমণীর কুল যায় না রাখা, যোগী একবার যদি চায় ফিরে।।
যোগীর ভাব বুঝতে নাড়ী, দুই নয়নে ঝরে বারি,
তুই বাহির হয়ে দ্যাখ কিশোরী, ও তোর অভিমানীকে দূরে।।
শোনগো রাই কমলিনী, এমন রূপ আগে দেখিনি,
যোগীর শিরে জটা তত্ত্ব জ্ঞানী, ভিক্ষে চায় বারে বারে।।
নব যোগী ভিক্ষার আশে, এসেছে তোর বাসে,
কাঙ্গাল যাদুবিন্দু ভাসে কুবীরের চরণতলে।।