নমঃ গুরুচন্দ্র নমঃ তমঃ বিমোচন;
আমার চিত্তগুহার অন্ধকার কর উদগীরণ
নমঃশূদ্র কুলোদ্ভব, তুমি ভবাদি বান্ধব;
তোমার সৌরভে জগত মাতিলে ঘুচিল রৌরব।
তুমি জ্ঞানদাতা, জগতপিতা পতিতে কর পাবন।।
কোটি চন্দ্র দিবাকর, উদিত চরণে তোমার
দিবানিশি দিচ্ছে ঝলক ঘুচল অন্ধকার।
আমায় দিয়ে আলোক, কর পুলক, ভূলোকে গোলকের ধন।।
ক্ষুদ্র নমঃশূদ্রগণ, তাদের অজ্ঞান ভঞ্জন;
দিব্য জ্ঞান করিয়া দান-করিলে ব্রাহ্মণ।
হরি নাম ধর্ম করি বিতরণ, পাষন্ড করলে দলন।।
দিয়ে পিতৃধর্মে মন, করলে প্রতিজ্ঞা পূরণ;
নমঃকূল কলঙ্করাশি করিলে হরণ,
এবার গার্হস্থ্য প্রশস্ত জগতে করলে অপর্ণ।।
আমার হৃদয় আকাশে, গুরুচাঁদ উদয় হও এসে;
তোমার রূপমাধুরী, নয়ন ভরি দেখব হরিষে।
মূঢ় অশ্বিনী কয়, দীন দয়াময়, দাও আমারে শ্রীচরণ।।