নাইরে খোদা মন বেহুদা দেখনা গিয়া কোরানে
সাধের জীবন দেও বিসর্জন প্রেমের মানুষের চরণে।।
মুন্সি আর মৌলানা কাজি যত রকম হয় নামাজি
সবেই থাকে চক্ষু বুঁজি কেবল তাহার ধ্যানে,
যত কিছু সাধন ভজন করেছে মানুষ সারা জীবন
সত্যিকারে থাকলে সে জন পাইয়া যাইত বর্তমানে।।
মানুষের ভিতরে খোদা দম থাকতে না হবে জুদা
কে বা মানুষ কে বা খোদা বুঝ করিয়া নেও মনে,
আল্লা সব আলমে লেখা চোখ থুইয়া পাইলে না দেখা
বাকি রইল তত্ত্ব শিক্ষা যেয়ে পীরের সামনে।।
আসল কোরান দেহ তোমার এর মধ্যে রয় তখত খোদার
কালির লেখা আরবি আল্লার মির্তুবা রয় ইয়াসিনে,
জালালে কয় দেহের বিচার করতে বাকি রইলো তোমার
খুদি খোদার একই আকার নিগূর তত্ত্ব নিঃসন্ধানে।।