(তাল – গড়খেমটা)
তুমি নাই রুপে কানাই, তোমায়ে পলকে হারাই।
আড়ালে লুকায়ে রলি, খুজে নারে পাই, কেঁদে কেঁদে বুক ভাসাই।।
তুইরে আমার চক্ষের মণি, বক্ষের ধন দুঃখ হানি,
মরিরে মোর গুণমণি, লয়ে তোর বালাই।
আমারে কাঁদালে দুঃখে, তুমি যদি থাক সুখে,
দুঃখের বোঝা দাও আমাকে, বহিয়া বেড়াই।।
সুখময় সুখের নিধি, সুখে থাক নিরবধি,
আমি দুঃখে যদি, তাতে ক্ষতি নাই।।
ভুক্তি মুক্তি সুখ শান্তি, তাতে সুখ নাই এক ক্রান্তি,
তুমি যাতে থাক শান্তি, তার মত সুখ নাই।।
তারকচাঁদ ডেকে বলে, অশ্বিনী তুই অবোধ ছেলে,
যত্ন বিনে রত্ন মিলে, কভু শুনি নাই।।