নাতি বরই খা বরই খা
হাতে লইয়া নুন
ঠেইল ভাঙিয়া পইয্যে নাতিন
বরই গাছরতুন।
কেহ কয়যে আছে নাতিন
কেহ কয়যে নাই
চোখখুন পাগাই চাই রইয়ে
লাল বরইওয়ার লাই
ছোড নাতিন থিয়াই রইয়ে
গাছর তলায় যাই
বড় নাতিন গাছত উইঠ্যে
পড়ি মরিবার লাই।।
নানিয়ে কয় গাছত উডি
বরই ন পারিস
গাছর মধ্যে কোড লাগাই
বরইগুন ঝারিস
পাড়ার পোয়া বহুত আইস্যে
বরই খাইবার লাই
কাচা পাকনা বেয়াগগুণ পাইরয্যে
গাছত বরই নাই।।
গাছরতুন পড়ি নাতিন
হাত পা ভাঙিলি
নানির কথা না মানি তুই
বিপদ ডাকিলি
কত গরি কইলাম নাতিন
ন হুনিলি কথা
বরই গাছর উরত্তুন পাড়ি
ফাডালি তোর মাথা।।
তথ্য প্রাপ্তিঃ