নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
মায়-বেড়ি পায় পরেছি, নারীর পাঁকে ঘুরে পিরি।।
শয়তানের সঙ্গ লয়ে- পৃথিবীতে জন্ম হয়ে
খেলিতেছি তারেই লয়ে, কখন জিতি কখন হারি।।
এক শয়তান দুনিয়ার গোড়া, আর একটায় মারছে উড়া
আর একটা খুবই বুড়া, বান্ধে কেবল ঘরবাড়ি।।
জালালে কয় মুলের ঘরে, তিন শয়তানে নড়ে চড়ে
চুপ করে রই বেখবরে, হইয়ে যাক না মারা মারি।।