নামটি আমার সহজ মানুষ
নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি।
বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি।।
আমি ক্ষণেক থাকি স্বরূপ দেশে
আবার বেড়াই হাওয়ায় মিশে,
ভক্তের উদ্দেশ্যে শতদলে মিশে
ঘৃত ছানা পান করি।।
আমি অযোধ্যার রাম গোপীগণের শ্যাম
যে ভাবে যখন ডাকে সে ভাবে পুরাই মনোস্কাম,
ভক্তের দ্বারে বাঁধা আছি তাই
শান্তিরসে ভোর করি।।
আমাকে ধরা সহজ নয় আমি যশোদার কানাই
ভক্তের মন রক্ষা করতে গো ধেনু চরাই,
ভক্ত ছাড়া নাই কো আমি
সুবাতাসেতে ঘুরি।।
আমি রাই হৃদর সে ভক্তে থাকি মিশে
ভক্তির পরীক্ষা হলে পায় সে আয়াসে,
ফকির লালন হলো অপদার্থ
চরণ ভিক্ষা দেও এসে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….