যে মিস্ত্রি গড়েছে তরী, নামটি রে তার দীননাথ।
তরীতে দু’জনা গুনরি আছে গুণ টানতেছে দিন-রাত।।
মিস্ত্রির নাম দীননাথ ধরো, গড়লো তরী কি কারিগর।
উজানে চালাচ্ছে তরী মাঝির নামটি পাক জাত।।
দুই গুণরির দশটি মাথা, কারো সঙ্গে কয় না কথা,
চৌদ্দ পোয়া তরীখানি, কাষ্ঠ আছে চারি জাত।।
ফকির চাঁদ ইহাই বলে, যেদিন তরী ভাটের চলে,
পড়ে যাবি বিষম গোলে, তরীতে মাঝি থাকে না তখন তার সাথ।।