(রাগিণী বাউল-তাল একতালা)
নামের এমনি নিশা, হারায় দিশা, বিষামৃত এক করে।
মদ না খেয়ে, মাতাল হয়ে, নাচে সবায় প্রেমভরে।।
(নামে) জ্ঞান থাকে না ছোট বড়, আমি তুমি আপনা পর,
গুরু শিষ্য রাজা প্রজা, এক তরঙ্গে ভেসে যায় রে।।
(নামে) নাই কোন বিচার, হরি মামুদ একাকার,
নামে আপনি এসে প্রেম উত্থলে, সবার প্রাণে একবারে।।
(নামে) ফুটে আঁখি ছুটে ধারা, লুটে মধু সাধু যারা,
মত্ত হয়ে মন ভ্রমরা, হরি গুন্ গুন্ গান করে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত