(তাল- ঠুংরী)
নামের সাধ লাগল না আমার লোভে। (২)
কু-রসেরি সাধে মত্ত ভুলে রলেম ভবে রে।।
১। কু-রসেরি আস্বাদনে হারাইলে পিতৃধনে।
এখন পাইনে বিশ্ব-জনার্দ্ধনে, নিজের কর্ম দোষে রে।।
২। পিতৃধন সব ত্যাজ্য করি,
নিলেম গরল বোঝাই ভরি।
এখন ভবের ঘাটে ডুবে মরি,
কিনারা না হেরি রে।।
৩। নামাস্বাদ মিলায়ে হরি,
দিয়ে তোমার পদ তরি।
(ভবের) আসা যাওয়া বারণ করি,
রাখ পদ তলে রে।।
(ভবের) আসা যাওয়া বারণ করি,
রাখ পদ তলেরে।।
৪। বলে দীনা এই বাসনা,
জনম আমায় আর দিওনা।
ঐ চরণে আশ্রয় বিনা,
মৈলেম গরল পানে রে।।