(তাল-কাওয়ালী)
ভব ব্যাধি সারবি যদি নামৌষধি কর গ্রহণ।
আছে গুরুর কাছে নামৌষধি নিরবধি কর সেবন।।
সত্য ত্রেতা দ্বাপর গেল, নামৌষধি গোপন ছিল।
কলিতে তাই বিলাইল, যেমন রোগ ঔষধ তেমন।।
শুন আমার অবোধ মন, নামৌষধির অনুপান।
প্রেম মধুর রসায়ণ ভক্তি রস কর অর্পণ।।
গুরু বৈদ্য ঘরে ঘরে, নামৌষধি বিতরণ করে।
শ্রদ্ধাতে পান করলে পরে, ভব রোগ হবে বারণ।।
নিস্কাম পথ্য কর বিধান, তবে কর ঔষধি পান।
কাম পথ্য র্স্পশিলেরে প্রাণ, অবশ্য হবে পতন।।
তারকচাঁদ কয় বারে বারে, পথ্য ঠিক না করলে পারে।
কিসে ভবব্যাধি সারে, অশ্বিনী তুই অভাজন।।