(রাগিণী বসন্তবাহার-তাল ঝাঁপতাল)
নাম ধরিয়া ডাকলে পরে, উত্তর কি তার পাওয়া যায়,
কথা কি সে কইতে পারে, প্রাণে যারে সদায় চায়।।
কখন কি সে স্বরূপ ছেড়ে, আমার মতন হ’তে পারে,
সে আমি না হ’লে পরে, কিসে বা প্রাণ জুড়ায়।।
বেদান্ত করে বিচার, অখণ্ড মণ্ডলাকার,
অনন্ত স্বরূপ তাঁর, ধ্যানে নাহি পাওয়া যায়।।
বিফল প্রয়াস তবে, তারে কোথা পাওয়া যাবে,
ভাবুক কেবল ভাবে, ভাবে যাঁরে পাওয়া যায়।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত