সরল তুমি নাম যে তোমার সরলা।
শান্ত অতি শুদ্ধমতি সবাই বলে মন ভালা।।
দেখলে শ্রদ্ধা হয় অন্তরে
কতো ছেলে ভক্তিভরে,
‘মা’ বলে সম্বোধন করে
নিতে চায় পদ ধুলা।।
বাঁধা আছি প্রেম-ঋণে
এই ভাবনা নিশি-দিনে,
বাঁচে না প্রাণ তুমি বিনে
সহেনা বিচ্ছেদ-জ্বালা।।
দয়ালের দয়ার বলে
জন্ম তোমার শুদ্ধ জলে,
সরল বলে তাইতো হলে
করিমের গলার মালা।।
………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান