শাহ্ আমিরুজ্জমা, শাহ্ আমিরুজ্জমা।
হজরতে আদর করে, নাম রাখিল কালা সোনা।।
কি দেখাইল মাইজভান্ডারী
চাইলোনা দুনিয়াদারি,
ঐ ধনেরই হইয়া ধনী
খোদার ভাবে হইলা ফানা।।
স্বরূপে বিরাজে খোদা
মুর্শীদ খোদা নহে জুদা,
আল্লাহ রাসুল চিনিয়াছে
স্বরূপ যার হইল জানা।।
আওয়ালে আখেরে তুমি
ভক্তগণের নয়নমণি,
খোদার সাথে নাই সম্পর্ক
তোমারে যারা চিনে না।।
কালা সোনার চরণতলে
হীন গফুর হালী বলে,
কবরে হিসাবের কালে
ত্বরাইও আমির মাওলানা।।