হরি হরয়ে নম: কৃষ্ণ যাদবায় নম:।
যাদবায় মাধবায় কেশবায নম:।।
(ভজ) শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা।
হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা।।
শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ।।
শ্রীজীব গোলাপ দাস ভট্ট রঘুনাথ।।
এই ছয় গোঁসাইর করি চরণ বন্দন।
যাহা হৈতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ।।
আনন্দেতে বল হরি ভজ বৃন্দাবন।
শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন।।
রাজস্থলী রত্নদেবী রত্নসিংহাসন।
রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্দ্ধন।।
আনন্দেতে বল হরি ভজ বৃন্দাবন।
শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন।।
দয়াল ঠাকুর মোর বৈষ্ণব গোঁসাই।
কৃষ্ণ বিনে প্রেম দিতে আর কেহ নাই।।
বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু।
ইহকালে প্রেমদাতা পরকালে বন্ধু।।
গৌরতত্ত্ব বর্ণন
তোমা বিনা অন্য গতি ভষার্ণবে নাই।
শ্রীচরণ বলে দয়া, করহ গোঁসাই।।
বল হরি বল, বল হরি বল, বল হরি বল।।
বল গৌর বল, বল গৌর বল, বল গৌর বল।।
বল নিতাই বল, বল নিতাই বল, বল নিতাই বল।।
বল সীতা অদ্বৈত বল, বল সীতা অদ্বৈত বল, বল সীতা অদ্বৈত বল।
বল গৌর গদাধর বল, বল গৌর গদাধর বল, বল গৌর গদাধর বল।
বল গৌর শ্রীনিবাস বল, বল গৌর শ্রীনিবাস বল, বল গৌর শ্রীনিবাস বল।
বল গঙ্গা ভাগরথী বল, বল গঙ্গা ভাগীরথী বল, বল গঙ্গা ভাগীরথী বল।
বল গঙ্গা সুরধনী বল, বল গঙ্গা সুরধনী বল, বল গঙ্গা সুরধনী বল।
(ষার তীরে বিহরয়ে গৌর কিশোর)।
জয় রাধে গোবিন্দ বল, জয় রাধে গোবিন্দ বল, জয় রাধে গোবিন্দ বল।