নাম হারা ওই নদীর কিনারায় বসে আছি তার আশায়
নামহারা ঐ নদীর কিনারায়।
মন হারানো দিনের শেষে বসে আছি দীনের বেশে গো
বকুল তলে আকুল পিয়াসায়।।
কলতানে নদী চলে দিবাকর যায় অস্তাচলে
সান্ধ্য প্রকৃতির আঁচলে দোলা দিয়ে যায়;
তুফানের পর তুফান ছোটে
এসে চরের পরে পড়ে লুটে গো
কি বলে তার অজানা ভাষায়।।
বসে আছি প্রাণের আশে ওই বুঝি সে আসে আসে
আঁখি মোর ব্যাকুলপিয়াসে আছে পাহারায়;
অচিন দেশের মতো মেয়ে
গান গেয়ে চলেছে বেয়ে গো
তীরের পানে ফিরে ফিরে চায়।।
কুল ভাঙ্গিয়া আকুল তানে নদী যায় সাগরের পানে
জোয়ার ভাটার টানে টানে কারে খুঁজিয়া বেড়ায়;
আমি যায় লাগি কান্দি রে নদী
তার সাথে তোর দেখা হয় যদি গো
আমার প্রাণের ব্যথা জানাস তাহার পায়।।
মোড় ফিরানো নদীর বাঁকে কাঁশের বনের ফাঁকে ফাঁকে
কে যেন আমারে ডাকে তার চোখের ইশারায়;
ঝাউ বনে পবনের উচ্ছ্বাস
যেন কোন বিরহির দীর্ঘনি:শ্বাস গো
কাঁদিয়ে সে আমারে কাঁদায়।।
পাগল বিজয় বলে, এমনি করে কতো জনম গেলো সরে
মরুবালুকার উপরে চোখেরজল শুকায়
কবে তুমি পারের নেয়ে
আসবে আমার তীরে তরি বেয়ে গো
আমি ধীরে ধীরে উঠবো তোমার নায়।।