নারী জাতি ভারি কু-পেকে (উম্মে হয়োনা দূতি)
নারীর অন্তরে গরল ভরা মিষ্ট কথা কয় মুখে।।
বিশেষ কথা রয়না পেটে, জালার মত ফুলে উঠে
বরে সে মাঠে ঘাটে, সকলের নিকটে, দিলে শিক্ষা কথা
ঘুরিয়ে মাথা, হা করে বসে থাকে।।
ত্রেতা যুগে লঙ্কাপতি, মহাতেজী জগৎখ্যাতি
মন্দোদরী নারী সতী, রাবণের প্রকৃতি
সতী হয়ে পতি বধে, রাণ দিল হনুমানকে।।
সরল স্বভাব নয় রমনী, ওর বিশেষ কথা আমি জানি
রণস্থলে উলঙ্গিনী, শিব সিনান্তিনী
করে ধরে আমি এলোকেশী, পা দিল পতির বুকে।।
রাধা আমার অঙ্গের আধা, ঐ নামেতে বাঁশীসাধা
পিয়ে রাধা নামের সুধা, মিটাই আমার তৃষ্ণা ক্ষুধা
সেই রাধা মানিলী হয়ে, কাঁদিয়ে দিল আমাকে।।
বৃন্দে গো আজ বলি তোরে, এসেছি আর যাব না ফিরে
কমলিনীর চরণ ধরে, দেখিব নেড়েচেড়ে
গোসাই কবীর বলে বিন্দু যাদুর মনের কথা কই তোকে।।