না জানি কেমন রূপ সে।
রূপের সৌরভ যার
ত্রিভুবন মোহিত করেছে।।
রূপ দেখিতে হয় বাসনা
পাই নে তাঁর উপাসনা,
কোথায় বাড়ি কোথায় ঠিকানা
আমি খুঁজে পাব কোনো দেশে।।
আকার কি সাকার ভাবিব
নিরাকার কি জ্যোতি রূপ,
এ কথা কারে শুধাবো
সৃষ্টি করলে কোথায় বসে।।
রূপের দেশে গোল যদি রয়
কি করিতে কি করে যাই,
গোলে হরি বললে কি হয়
লালন ভেবে না পায় দিশে।।