না জানি ভাব কেমন ধারা।
না জানিয়ে দিতে পাড়ি
মাঝদরিয়ায় ডুবলাম ভারা।।
হরনাল করনাল মৃণালে
শুকনালে সু-ধারায় চলে,
বিনা সাধনে এসে রণে
পুঁজি পাটা হলাম হারা।।
একটিনদীর তিনটি ধারা
কোন ধারাতে কপাট মারা,
কোন ধারায় দাঁড়ালে পরে
মনের মানুষ যাবে ধরা।।
অধীন লালল বিনয় করে
একথা আর বলবো কারে,
রূপ দর্শন দর্পণের ঘরে
হলাম আমি পারা হারা।।