না দেখে রূপ সেজদা করে অন্ধ তারে কয়
রূপ দেখে সেজদা দিলে রাজি হন খোদায়।।
গাওয়াহী কালাম উল্লা দেয়, মান কানা ফি-হাজেহি আমায়
কানা বলে গাল তারে দেয়, আয়অতে খোদায়।।
সাক্ষাতে থাকিতে রতন, অন্ধ কি তার পায় দরশন
না দেখে সেজদা দেয় যে জন, সেওত তমনি প্রায়।।
রূপ দেখে বন্দিগী আদায়, ফরমিয়াছে আপে খোদায়
অহুয়া মায়াকুম দলিলে কয়, নজির দেখা যায়।।
মুরশিদকে চিনিয়া যে জন, করেছে সে রূপ অন্বেষণ
দরবেশ সাঁইয়ের বচন, দুদ্দু ভুল সদায়।।