যে ফাতেমা তার নিগূঢ় কথা কেও তো বলে না
আমি পরেছি ঘোর অন্ধকারে, প্রথম সৃষ্টি কোন্ জনা।।
সে পুরুষ কিংবা মেয়ে ছিলম, তার কোন্ অঙ্গেতে কেবা বল।
তার প্রমাণ কিসে জানা গেল, একে শুনি হয় দুইজনা।।
খোদা মা বলিয়া কেন ডাকিল, খোদা কি তার গর্ভে ছিল।
খোদাকে পতি বলিল, পতি ভাবে করে ভজনা।।
ছেতারাতে হবে লীন, মায়ের ফুলগুলি
ছেতারা রূপ কেবা হইল, খবর কি কও ধনি।
ফকির চাঁদ বলে কাতর হলে, গোপন যেন করো না।।