নিচে পদ্ম উদয় জগতময়।
আসমানে যার চাঁদ চরোকা
কেমন করে যুগল হয়।।
নিচের পদ্ম দিবসে মুদিত রয়
আসমানেতে চন্দ্র তখন উদয়,
তারা দুয়েতে এক যুগল আত্মা
লক্ষ যোজন ছাড়া রয়।।
দেখ চন্দ্র পদ্ম কান্ত শান্ত সে
সুর্যের সঙ্গে রসরঙ্গে যোগ করেছে,
যেমন মালি সাজিয়ে ডালি
দরজা খুলে বসে রয়।।
গুরু পদ্ম হলে শিষ্য চন্দ্র হয়
শিষ্য পদ্মে গুরু আবদ্ধ রয়,
ফকির লালন বলে এরূপ হলে
যুগল আত্মা জানা সহজ হয়।।