ভক্তগণ বন্দনা
নম নম হীরামন ভক্ত চুড়ামনী।
নিজগুণে দাও তব চরণ দুখানী।।
নম শ্রীগোলকচন্দ্র পাগল গোঁসাই।
চরণেতে কোটি কোটি প্রণাম জানাই।
নম নম শ্রীলোচন বড় দয়াময়।
দয়া করে অধমেরে রাখ রাঙ্গা পায়।।
নম নম মৃত্যুঞ্জয় সাধু শিরমণি।
নম নম মহানন্দ প্রেম রসখনি।।
নম শ্রীতারক চন্দ্র কবি চূড়ামণি।
দন্তে তৃণ ধরি বন্দী চরণ দু’খানি।।
তোমার কৃপাতে পাই অমূল্য রতন।
লীলামৃত গ্রন্থখানি সুধার মতন।।
নমঃ নমঃ দশরথ পদ্মবিলাবাসী।
ঠাকুরের নামে প্রেমে হইল উদাসী।।
নমঃ নমঃ শ্রী অশ্বিনী প্রেমের মুরতী।
যাহার কৃপাতে পাই হরিচাঁদ গীতি।।
নমঃ নমঃ হরিপাল মহিমা প্রচুর।
গহন বাদার মধ্যে দেখিল ঠাকুর।।
নম শ্রীগোপাল সাধু কি মধু পাইয়া।
দক্ষিণ দেশে মাতাল হরিনাম দিয়া।।
নম নাটু নম ব্রজ নম বিশ্বনাথ।
দিবা নিশি থাকিতেন ঠাকুরের সাথ।।
উদ্দেশ্য বন্দিনু আমি যত ভক্তগণে।
অগণিত ভক্তবৃন্দ আছে যে খানে।।
অধম বিনোদ বলে ভক্তগণে বলি।
কৃপা করে অধমেরে দিও পদধূলি।।