ও তোর নিজের সাথে নিজে পিরিত কর।
আগে নিজে হলে নিজের সুহৃদরে
শেষে বুঝবি সেই পিরিতের দর।।
আগে আপনারে তুই না বুঝিয়ে
মরিস আঁধারে কারে খুঁজিয়ে রে
ও তুই কানেতে কলম গুজিয়
মিছে তালাশ করিস সারা ঘর।।
তোর মন মজে না আত্মসত্তায়
কেবল ইন্দ্রিয়ের বিষয় মত্ততায়রে
দেখ জোঁক লাগে না পাথরের গায় রে
আবার গাছ গজায় পাহাড়ের পর।।
ও তোর দশইন্দ্রিয় ষড় রিপু
আছে জড়ায়ে তোর জড় বপু রে
ও তুই তার মধ্যে পাবি না বাপু
সেই অরূপের স্বরূপ নগর।।
আগে না হলে তোর আত্মদর্শন
তোরে কি করিবে বিজ্ঞানদর্শন রে
যেমন মরুভূমে বারিবর্ষণ রে
তবু তরুহীন সেই বালুরচর।।
পাগল বিজয় বলে, পরের সাথে
আমি কাল কাটালাম খালি হাতে
শুধু ধাঁধায় পড়ে আঁধার রাতে রে
আমি ঘুরে মলাম জনমভর।।