নিজের হাতে নিজ ছোরাতে, বানাইয়াছে কাবা ঘর।
কাবাতে থাকে পরোয়ার গো।
অরে.. মুরিদ হইয়া যাওগা তুমি, কামেল পীরের হাতে
নামাজ আদায় করো যাইয়া, একলা এক জায়গাতে,
অরে- রুক্কুর আগে সেজদা দিয়া, সামনেতে দেখো চাইয়ারে
অরে- মুর্শিদ আছে ইমাম হইয়া, আহসান ছোরত তাহার।।
অরে.. শুধু মোমিন কেউ যাইওনা, ঐনা কাবার দ্বারে
সেজদা দিতে যাইয়া তোমার, শেরেক হইতে পারে,
অরে- মুসলমানে সেজদা দিলে, সেই কাবার গেইট আপনি খোলেরে
অরে- দেখবি স্বয়ং জুল জালালে, জিন্দা মানুষ বরাবর।।
অরে.. মোমিন হইয়া বান্দা পাবে, বেহেস্তের সন্ধান
স্বয়ং আল্লাহর দেখা পাবে, যে হয় মুসলমান,
অরে- হাকিকতের বাণী দিয়া, ইশ্রাইল শায় কয় হাসান মিয়ারে
অরে- হাসরেতে মোমিন হইয়া, হিসাব দিবে বরাবর।।