নিঝুম রাতে রাঁশরি বাজাইয়া রে ভাটিরনাইয়া
ঘুম ভাঙ্গাইয়া গেলে ভাইটালসুরে।
আমি খোলা বাতায়নের পাশে বসে শুনি রাতদুপুরে।।
মুচড়ে ভাঙ্গে গাঙ্গের তুফান সুর সোহাগে দুলে
ব্যথা বুকে আঘাত ঠুকে আচড়ে পড়ে কূলে;
কাঁদে মলয়পবন ফুলে ফুলে ফুলের কানন পুরে।।
তরতার করে তরিখান তোর দূরে সরে যায়
সুরের পরশ বুকে বুলায় মিঠেম ফুলের বায়;
তুমি কার লাগি চলেছো কোথায় সে দেশ কোন সুদূরে।।
পাখি জাগে ফুল জাগে খোঁজে হারা সাথি
চাঁদ জাগে এই নীলাকাশে ঘরে জাগে বাতি;
আমি তারা গনি সারা রাতি জাগি আঁখি ঝুরে।।
পাগল বিজয় কয়, মরম ব্যথা শোন পরানপ্রিয়
সুরবলিাসির অভিলাষ ওই নৌকায় তুলে নিয়ো;
তুমি এই পথে আবার আসিয়ো ওই দেশ ফিরে ঘুরে।।