নিঠুর কালারে আমি তোর জ্বালাতে বনে বাঁধলাম ঘর।
তোর আশা যাওয়া পথের ধারে
ওই দেখা যায় কুঁড়েঘর।।
ঘরের সকল কাঁচাসাজনি
পাটকাঠির খাম তায়ো বাছনি কালারে
তাতে বেড়া দিলাম বাঁশের কাঁচনি
ঘূনে করলো জরোজর।।
ঘরের ছাউনি তালের পাতা
ভেন্নার ছাউনি পচাকাতা কালারে
আমার খোয়া গেলো কাঁচা পোতা
বৃষ্টি পড়ে ডোয়ার পর।।
পরিলাম পিরিতির ফাঁসি
তোরে আমি ভালোবাসি কালারে
আমি ত্যাগ করেছি প্রতিবেশি
শুনিয়ে তোর বাঁশির সুর।।
পাগল বিজয় বলে প্রেমসিন্ধু
পেলাম না তোর প্রেম এক বিন্দু কালারে
আমি পর করেছি আপন বন্ধু
আপনাকে করেছি পর।।